পুতিনের কার্যালয়ে ড্রোন হামলার পরদিনই কিয়েভজুড়ে বিস্ফোরণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৫:৪৯ পিএম
ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর জন্য রাশিয়া ইউক্রেনকে অভিযুক্ত করার পরদিনই কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া এবং ওদেসাতেও হামলা হয়েছে।
বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করে মস্কো। এরপর থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।
বৃহস্পতিবার সকালে ইউক্রেনের অনেক অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। রাজধানী কিয়েভ ও ওদেসায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
একই সময়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়া রাতভর ২৪টি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এর মধ্যে ১৮টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের বিমানবাহিনী বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে।
এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া ২৪টি শাহেদ ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে ১৮টি হামলা প্রতিহত করা হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সার্গি পপকো দাবি করেছেন, কিয়েভ লক্ষ্য করে চালানো সব ড্রোন হামলা রুখে দেওয়া হয়েছে।