পুতিনের বাসভবনে হামলা, জেলেনস্কির বিরুদ্ধে যে পদক্ষেপ নিতে পারে রাশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৩, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভিযুক্ত করেছে রাশিয়া। এ জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে নির্মূল করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
বুধবার পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালানোর পর তিনি এ আহ্বান জানান। খবর আরব নিউজ।
দিমিত্রি মেদভেদেভ বলেন, আজকের সন্ত্রাসী হামলার পর, জেলেনস্কি এবং তার অনুসারীদের নির্মূল করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
এ হামলার পর মস্কোর আইনসভা ডুমা এবং স্পিকার ব্যাচেস্লাভ ভলোদিনও ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছিলেন।
মেদভেদেভ বলেন, কিয়েভে সন্ত্রাসী শাসনকে থামাতে এবং ধ্বংস করতে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে হবে।
তার এই বক্তব্যে স্পষ্ট যে, রাশিয়া কিয়েভে হামলা শাণিত করবে।
রাশিয়া এর আগে বুধবার কেন্দ্রীয় মস্কোর ক্রেমলিন দুর্গে ড্রোন হামলায় পুতিনকে হত্যার ব্যর্থ প্রচেষ্টার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, তার দেশ শিগগিরই রুশ বাহিনীর বিরুদ্ধে তার নিজের মাটিতে পাল্টা আক্রমণ শুরু করবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন পুতিনের ওপর হামলার রিপোর্টের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।