Logo
Logo
×

আন্তর্জাতিক

বিরোধী নেতাকে যে চ্যালেঞ্জ দিলেন এরদোগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০২:৫১ পিএম

বিরোধী নেতাকে যে চ্যালেঞ্জ দিলেন এরদোগান

আন্তালিয়া প্রদেশের সমাবেশে প্রেসিডেন্ট এরদোগান। ছবি: ডেইলি সাবাহ

আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। আসন্ন এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও বিরোধী জোট নেশন অ্যালায়েন্সের প্রার্থী কামাল কিলিকদারোগ্লুর মধ্যে।

কামাল পাশা আতাতুর্কের উত্তরসূরী ধর্মনিরপেক্ষ দল সিএইচপির নেতার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ করে আসছেন ইসলামপন্থি দল একে পার্টির নেতা এরদোগান। বিশেষ করে, কিলিকদারোগ্লুরা আবারো তুরস্ককে সেই অরাজকতার যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায় বলে অভিযোগ তুর্কি নেতার।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার দেশটির আন্তালিয়া প্রদেশে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেন। সেখানে বিরোধী নেতা কিলিকদারোগ্লুর তীব্র সমালোচনা করেন তিনি।

এরদোগানের অভিযোগ, কিলিকদারোগ্লু নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন পিকেকে-এর সমর্থক। এমনকি তাদের লক্ষ্য হলো পিকেকে-এর সমর্থক এইচডিপির ভোট পেতে দলটির সাবেক কো-চেয়ারম্যান সেলহাতিন ডেমিরতাসকে কারাগার থেকে মুক্তি দেওয়া। 

এ প্রসঙ্গে কিলিকদারোগ্লুকে চ্যালেঞ্জ দিয়ে এরদোগান বলেন, ‘আপনি যদি সত্যিকারের রাজনীতিবিদ হন, তাহলে আপনি এর ব্যাখ্যা দিবেন। কিন্তু তার জীবন মিথ্যায় ভরপুর। আমার প্রিয় জাতি আগামী ১৪ মে এই মিথ্যাবাদীদের প্রত্যাখ্যান করবে।’

পিকেকে-এর প্রতি সমর্থন করার বিষয়ে কিলিকদারোগ্লুকে অভিযুক্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘কারা মি. কামালকে সমর্থন করে? এই সন্ত্রাসীরা (পিকেকে), যাদের কোনো ধর্ম নেই, কোনো পতাকা নেই, কোনো প্রার্থনা (ইবাদত) নেই।’

এরদোগান বলেন, ‘নেশন অ্যালায়েন্সের লক্ষ্য হলো- তুরস্ককে এমন একটি গর্তের মধ্যে ফেলে দেওয়া, যেখান থেকে অন্তত আগামী ৫০ বছরে উঠে দাঁড়ানো সম্ভব না হয়।’

তুর্কি নেতা বলেন, ‘আমরা যদি তুরস্ককে আজকের পর্যায়ে না আনতাম, আপনারা নিশ্চিত থাকুন, কেউ আমাদের ব্যাপারে কোনো আপত্তি করতো না। আমরা টার্গেটে (লক্ষ্য) পরিণত রয়েছি এ কারণে যে, আমরা লড়াই করাকে বেছে নিয়েছি, আত্মসমর্পণ নয়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম