Logo
Logo
×

আন্তর্জাতিক

৮৭ দিন অনশনের পর ইসরাইলি কারাগারে ফিলিস্তিনির মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৩, ০১:১৬ পিএম

৮৭ দিন অনশনের পর ইসরাইলি কারাগারে ফিলিস্তিনির মৃত্যু

ইসরাইলি কারাগারে আমরণ অনশনকারী খাদের আদনান নামে এক ফিলিস্তিনি বন্দি মারা গেছেন।

৮৭ দিন অনশনের পর মঙ্গলবার ভোরে তাকে মৃত অবস্থায় কারাগারে পাওয়া গেছে বলে জানায় ইসরাইল। খবর সিএনএনের।
 
ইসলামি জিহাদ গ্রপের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে এ বছরের ৫ ফেব্রুয়ারি আটক করেছিল দখলদার ইসরাইলি বাহিনী।

তবে ‘অবৈধভাবে’ আটকে রাখায় গত তিন মাস ধরে আমরণ অনশন করে আসছেন আদনান। অনশন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।

ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আদনান চিকিৎসা সেবা নেওয়া এবং স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন।

এর আগেও এই ফিলিস্তিনি অধিকারকর্মী অনশন করেছিলেন। ২০১৫ সালে আটকের পর টানা ৫৫ দিন কোনো কিছু খাননি তিনি। কথিত ‘প্রশাসনিক আটক’-এর অধীনে তাকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল।

এই ‘কালো আইনের’ আওতায় যাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না এনে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়।

ইসরাইলি মানবাধিকার সংস্থা হামোকেদের তথ্য অনুযায়ী, বর্তমানে কোনো ধরনের অভিযোগ ও বিচার কার্যক্রম ছাড়াই ১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটকে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। ২০০৩ সালের পর এ সংখ্যা সর্বোচ্চ।

ফিলিস্তিনের গাজার ডব্লিউএইডি প্রিজনার অ্যাসোসিয়েশন বলেছে, ‘তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম