Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের গোলাবর্ষণে রাশিয়ার ২ নাগরিক নিহত 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:৪২ পিএম

ইউক্রেনের গোলাবর্ষণে রাশিয়ার ২ নাগরিক নিহত 

ইউক্রেনের ছোড়া কামানের গোলায় ইউক্রেন ও বেলারুশের সঙ্গে সীমান্তবর্তী রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর রুশ বার্তা সংস্থা আরটির।

স্থানীয় গভর্নর আলেক্সান্ডার বগোমাজের বরাত দিয়ে সংবাদ প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনের কামানের গোলা ব্রিয়ানস্ক অঞ্চলে এসে পড়লে বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়। এ ঘটনায় ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি জানান, রুশ-ইউক্রেন সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে ব্রিয়ানস্ক অঞ্চলের সুজেমস্কি জেলার একটি গ্রামে গোলা এসে পড়ে।

গভর্নর আলেক্সান্ডার বলেন, দুর্ভাগ্যবশত এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, কর্মীরা একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ করছেন। গভর্নর জানান, অন্তত একটি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং আরও ২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যুদ্ধ চলায় রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোয় প্রতিনিয়ত হামলা হয়। অধিকাংশ হামলা হয় কামান, মর্টার শেল ও ড্রোন দিয়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম