Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত সফরে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন না বিলওয়াল 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পিএম

ভারত সফরে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন না বিলওয়াল 

আগামী মাসের শুরুতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। আগামী ৪ ও ৫ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন। খবর জিউ নিউজের। 

তবে ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন না বলে সাফ জানিয়ে দিলেন বিলওয়াল। জিও নিউজকে তিনি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। 

চীন-রাশিয়াসহ আটটি দেশের একটি সমন্বিত রাজনৈতিক ও নিরাপত্তা জোট হলো এসসিও। 

বিলওয়াল বলেন, এসসিও সনদের প্রতি পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ, এ বৈঠকে আমাদের অংশগ্রহণ প্রমাণ করে যে, আমরা এসসিও সনদে উল্লিখিত প্রতিশ্রুতি পালন করছি।

তিনি আরও বলেন, পাকিস্তানকে আর বিচ্ছিন্ন করে রাখতে পারবে না ভারত। 

রাষ্ট্রীয় একটি রেডিওর বরাতে জানা গেছে, পাকিস্তান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীদেরও কোনো বৈঠকের আয়োজন হবে না বিলওয়ালের এ সফরে।

পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক আলোচনা বন্ধ রয়েছে ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় বসার পর থেকেই। সেই বছর মোদির আমন্ত্রণ রক্ষা করে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর পাকিস্তানের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই হবে প্রথম ভারত সফর

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম