Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্যাপ্টেন-ক্রু ছাড়াই চলবে জাহাজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১০:৩০ পিএম

ক্যাপ্টেন-ক্রু ছাড়াই চলবে জাহাজ

কন্টেইনারবাহী নরওয়ের ইয়ারা বার্কল্যান্ড অন্যান্য জাহাজ থেকে আলাদা। এটি ভবিষ্যতে বাণিজ্যিক জাহাজে পণ্য পরিবহণের চিত্র বদলে দিতে যাচ্ছে। 

এ বছরের শেষ নাগাদ ৮০ মিটার লম্বা জাহাজটি চলবে মাত্র দুজন ক্রু নিয়ে। সবকিছু ঠিক থাকলে দুই বছরের মধ্যে জাহাজটি কোনো ক্যাপ্টেন-ক্রু ছাড়াই বা স্বয়ংক্রিয়ভাবে চলবে। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ক্যাপ্টেন ডাঙায় একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্দেশনা দেবেন। সে অনুযায়ী চলবে জাহাজটি। 

সেখান থেকে একসঙ্গে অনেকগুলো জাহাজের চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ইতোমধ্যে বার্কল্যান্ডে অনেক প্রযুক্তি জুড়ে দেওয়া হয়েছে, যা বর্তমান জাহাজগুলোয় নেই। সূত্র বিবিসি।

আশা করা হচ্ছে দু বছরের মধ্যে ইয়ারা বার্কল্যান্ড নামে মাঝারি আকৃতির এই কন্টেইনার-বাহী জাহাজটি চলবে সেন্সর, রেডার এবং ক্যামেরার সাহায্যে। এগুলো থেকে পাওয়া ডেটা থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পানিতে চলার পথে নানা বাধা-বিপত্তি শনাক্ত করবে এবং সেমত তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম