Logo
Logo
×

আন্তর্জাতিক

দোনবাসে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৬০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০৮:৪৭ এএম

দোনবাসে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৬০

দোনবাসের ইউক্রেন অধিকৃত শহর কনস্টন্টিনোভকাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে দাবি করেছে রাশিয়া।

এ হামলায় রাশিয়ার সেনারা স্বল্প পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ এ তথ্য জানান।

তিনি বলেন, ৬০ জনের বেশি ভাড়াটে সেনা সদস্য ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন এবং তাদের ১৫টি গাড়ি ধ্বংস করা হয়েছে। এছাড়া ২০ জন ভাড়াটে যোদ্ধা মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে।

জেনারেল কোনাশেনকভ বলেন, কনস্টন্টিনোভকা শহরের একটি লাইব্রেরিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেখানে বিদেশি ভাড়াটে যোদ্ধারা গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামাদি জমা করছিল।

গত বছরের মার্চ মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বেশকিছু রুশ সেনার ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালায় ভাড়াটে ‘জর্জিয়ান লিজন’ যোদ্ধারা।

জেনারেল কোনাশেনকভ বলেন, রাশিয়ার সেনাদের হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তাদের ব্যাপারে রাশিয়ার হাতে তথ্য রয়েছে এবং তাদের প্রত্যেককে প্রাপ্য শাস্তি দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম