Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে আরও এক চিতাবাঘের মৃত্যু 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৬:২৩ পিএম

ভারতে আরও এক চিতাবাঘের মৃত্যু 

এক মাসের কম সময়ের ব্যবধানে ভারতের মধ্যপ্রদেশে মারা গেলো আরও একটি চিতাবাঘ। ৬ মাস বয়সি চিতার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বন কর্তৃপক্ষ। রোববার কুনো জাতীয় উদ্যানে চিতাটির মৃত্যু হয়। মৃত চিতার নাম উদয়। খবর বিবিসির।

ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম দফায় যে ১২ চিতা ভারতে আনা হয়েছিল তার সদস্য ছিল উদয়। ১২টির মধ্যে ৭টি পুরুষ, ৫টি মাদি। গত বছর সেপ্টেম্বর এবং এ বছর ফেব্রুয়ারিতে দুদফায় নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে মোট ২০টি চিতা আনা হয়েছিল। গত মাসে কিডনি সংক্রমণের জেরে কুনো জাতীয় উদ্যানেই মারা যায় সাশা নামের একটি স্ত্রী চিতা।

বিশ্বে এখন প্রাকৃতিক পরিবেশে মাত্র ৭ হাজারের মতো চিতা টিকে আছে। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউসিএন) বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিগুলোর যে তালিকা করেছে, তাতে চিতাকে বিপন্ন প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


১৯৪৭ সালে শেষ চিতাটির মৃত্যু হয় ভারতে। দেশটিতে ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত প্রাণী ঘোষণা করা হয়েছিল। বছর তিনেক আগে আবারো ভারতকে চিতার বাসযোগ্য করে তোলার সিদ্ধান্ত নেয় সরকার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম