ভারতে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে ৪২ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১১:২৭ পিএম
ভারতে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে ৪২ জনের মৃত্যু। খালিজ টাইমস
ভারতে হঠাৎ করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে ১২ হাজার ১৯৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৪২ জন। এর সঙ্গে অবশ্য আগের মৃত ১০ জনকে সমন্বয় করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় গণমাধ্যমগুলো দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, নতুনদের নিয়ে ভারতে এ পর্যন্ত ৪ কোটি ৪৮ লাখ ৯১ হাজার ৯৮৯ জন করোনা আক্রান্ত হলেন। একই সময়ে ৫ লাখ ৩১ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪২ লাখ ৯২ হাজার ৮৫৪ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছে ৬৭ হাজার ৮০৬ জন।
রাজধানী দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৫ জন। মারা গেছেন ৬ জন। দিল্লির পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ৮৫০ জন আক্রান্ত এবং মারা গেছেন ৫ জন। পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৪৩।
এক পরিসংখ্যানে বলা হয়েছে, গত ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত মাত্র ৭ দিনেই ৭৩ হাজার ৮৭৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। চলতি এপ্রিলের ২২ দিনে ১ দশমিক ৬৯ লাখ করোনার নয়া সংক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছে।
অথচ গত মার্চের ৩১ দিনে মাত্র ৩১ হাজার ৯০২টি সংক্রমণ রেকর্ড করা হয়েছিল। সেই হিসাবে এপ্রিলে ৫ দশমিক ৩ গুণ বেশি সংক্রমণ পাওয়া গেছে। এপ্রিলের এখনও ৮ দিন বাকি, এমন পরিস্থিতিতে নয়া সংক্রমণের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র ও কেরালাতেই ৬৩ শতাংশ সংক্রমণের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে করোনা পরিস্থিতি ফের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।