Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ব মুসলিমকে ঈদের শুভেচ্ছা রাইসির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৪:২৭ পিএম

বিশ্ব মুসলিমকে ঈদের শুভেচ্ছা রাইসির

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি: প্রেস টিভি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মুসলিম দেশগুলোর সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই সঙ্গে ঈদকে উপলক্ষ করে মুসলিম বিশ্বে আরও ঐক্য ও সহযোগিতা গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি ঈদুল ফিতর উপলক্ষ্যে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের কাছে পৃথক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। 

এতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর ঈমানদার মুসলিম জনগোষ্ঠীর জন্য আনন্দ ও গৌরব বয়ে এনেছে। শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, এই ঈদের কল্যাণে এবং ইসলামের মহান শিক্ষা গ্রহণ করে মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে ঐক্য, সংহতি ও সহযোগিতা শক্তিশালী করবে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, জর্ডান, কুয়েত, সুদান, সিরিয়া, ইসরাইল অধিকৃত ফিলিস্তিন, পারস্য উপসাগরীয় বেশিরভাগ দেশ, আফ্রিকা মহাদেশের বেশিরভাগ দেশ এবং ইউরোপ ও আমেরিকা মহাদেশের অনেক দেশে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ইরান ও ইরাকে ৩০টি রোজা পূর্ণ হয়ে আজ শনিবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এছাড়া শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৯টি রোজা পালন শেষে আজ শনিবার ঈদুল ফিতর পালিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম