Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউরোপের প্রতি রাইসির যে আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৮:৪৬ পিএম

ইউরোপের প্রতি রাইসির যে আহ্বান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। ছবি: তাসনিম নিউজ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইউরোপের বিভিন্ন দেশের সরকারকে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু’র সঙ্গে টেলিফোন আলাপে এ আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ খবর দিয়েছে। ফোনালাপে দুই নেতা ইরান ও বেলজিয়ামের মধ্যে কৃষি, প্রযুক্তি এবং শিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোন আলাপে প্রেসিডেন্ট রাইসি ও আলেকজান্ডার ডি ক্রু দুই দেশের বিচার বিভাগের মধ্যকার যোগাযোগ ও সহযোগিতা এবং উভয় দেশের মধ্যে যে সমস্ত চুক্তি সই হয়েছে সেগুলো বাস্তবায়নের অবস্থা নিয়ে পর্যালোচনা করেন।

ইরানের বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট বেলজিয়ামের সঙ্গে ১৩০ বছরের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প এবং কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রেসিডেন্ট রাইসি ইউরোপের বিভিন্ন দেশের সরকারকে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া বন্ধ করার আহ্বান জানান। টেলিফোন আলাপে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইরান ও তার দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক চুক্তির জন্য সন্তুষ্টি প্রকাশ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম