Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার কিমের নতুন নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০২:৫৬ পিএম

এবার কিমের নতুন নির্দেশ

উত্তর কোরীয় নেতা কিম জং উন। ছবি: আল জাজিরা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবার প্রথমবারের মতো গোয়েন্দা সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎপেক্ষণের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে স্যাটেলাইটটির নির্মাণ সম্পন্ন করেছে দেশটি। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বুধবার জানিয়েছে, স্যাটেলাইটটি পরিকল্পনা অনুযায়ী শিগগিরই উৎপেক্ষণের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয়প্রধান কিম জং উন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামী মে থেকে সেপ্টেম্বরের মধ্যেই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে পিয়ংইয়ং।

কেসিএনএ-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কিম ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শন করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় এমন স্যাটেলাইট প্রয়োজন ছিল। নির্ধারিত সময়ে স্যাটেলাইট স্থাপনের নির্দেশও দেন তিনি।

অবশ্য স্যাটেলাইটটি ঠিক কবে উৎক্ষেপণ করা হবে তা উল্লেখ করেননি উত্তর কোরীয় নেতা। 

এর আগে গত ডিসেম্বরে উত্তর কোরিয়া জানিয়েছিল, গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণে চূড়ান্ত পর্যায়ে রয়েছে দেশটি। এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সমপন্ন হবে বলেও জানানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম