চলতি বছরের প্রথম তিন মাসে পাকিস্তানে হতাহতের সংখ্যা বেড়েছে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৩:২৯ পিএম
চলতি বছরের প্রথম তিন মাসে জঙ্গি হামলা ও সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানে অন্তত ৮৫৪ জন নিহত বা আহত হয়েছেন। যা গত বছরের মোট পরিসংখ্যানের প্রায় অর্ধেক।
দেশটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ শনিবার এ প্রতিবেদন প্রকাশ করেছে বলে ডন জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ এ সময়কালে ২১৯টি সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসবাদবিরোধী অভিযানের ফলে নিহত হয়েছেন ৩৫৮জন। আহতের সংখ্যা ৪৯৬ জন।
এরমধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখাওয়ায় ২৪৫জন (বা ৬৮ শতাংশ)। বেলুচিস্তানে ৬৪ জন (১৮ শতাংশ) এবং তারপরে সিন্ধু, পাঞ্জাব এবং ইসলামাবাদে মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর জন্য এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক পরিস্থিতি দিয়ে শুরু হয়েছিল।
জানুয়ারী মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১১ জনের মৃত্যু হয়েছে। যা একমাসে প্রাণহানির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০১৪ সালের জুলাইয়ে ১১৮ জন প্রাণহানির ঘটনা ঘটেছিল।
প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে উদ্বেগজনক হলো- নিরাপত্তারক্ষী এবং সরকারি কর্মকর্তাদের প্রাণহানি প্রায় দ্বিগুণ হয়েছে, গত বছরের প্রথম তিনমাসে ৮৮ থেকে বেড়ে এই বছরের প্রথম তিনমাসে ১৬৭জনে দাঁড়িয়েছে।
এ তিনমাসে নিষিদ্ধ ঘোষিত টিটিপি অন্তত ২২টি হামলা চালিয়েছে যাতে ১০৭ জন নিহত হয়।