আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। আর মাত্র এক মাসেরও কম সময় বাকি। এমন সময় জরিপে এগিয়ে আছেন একে পার্টির নেতা রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর ডেইলি সাবাহর।
গত দুই দশক ধরে তুরস্কের মসনদে নেতৃত্ব দিচ্ছেন এরদোগান। এবার ফের ক্ষমতায় বসার জন্য লড়ছেন তিনি। আর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন কিরিচদারোগলু। তবে জরিপে এগিয়ে এরদোগান।
সম্প্রতি আরেদা জরিপ কোম্পানি গত ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিলের মধ্যে একটি জরিপ করেছে। এতে অংশ নিয়েছে প্রায় ১০ হাজারের বেশি মানুষ। এ জরিপে দেখা গেছে, এরদোগানের পক্ষে ভোট দিয়েছেন প্রায় ৫০ দশমিক ৮ শতাংশ অংশগ্রহণকারী। আর এরদোগানের প্রতিদ্বন্দ্বী কিরিচদারোগলুর পক্ষে ভোট দিয়েছেন ৪৩ শতাংশ মানুষ।
এদিকে ২৮ এপ্রিল থেকে ১ মে এর মধ্যে করা আরেকটি জরিপে দেখা গেছে, প্রায় ৫২ দশমিক ৬ শতাংশ মানুষ এরদোগানের পক্ষে। আর ৪৭ দশমিক ৪ শতাংশ মানুষ বিরোধী জোটের পক্ষে অবস্থান নিয়েছেন।