
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
সর্বশেষ ৩ পরমাণু চুল্লিও বন্ধ করল জার্মানি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৮:৩০ এএম

আরও পড়ুন
জার্মান সরকার দেশটির সর্বশেষ তিনটি পরমাণু চুল্লিও বন্ধ করে দিয়েছে। এর ফলে দেশটি পরমাণু জ্বালানির সরবরাহ থেকে চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হলো।
রাশিয়ার প্রাকৃতিক গ্যাস হারানোর পরও তারা পরমাণু চুল্লির এই পদক্ষেপ নিল। শনিবার সকালের দিকে জার্মানি ওই তিনটি পরমাণু চুল্লি বন্ধ করার মাধ্যমে দেশটি সম্পূর্ণভাবে পরমাণু জ্বালানি মুক্ত হলো।
যে তিনটি পরমাণু চুল্লি বন্ধ করা হয়েছে তা ২০০২ সালে চালু হয়েছিল; কিন্তু ২০১১ সালে জাপানের ফুকুশিমায় ভয়াবহ সুনামিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয় দেখে জার্মানি পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া দ্রুততর করে।
সর্বশেষ এই তিনটি পরমাণু চুল্লি বন্ধ করে দিলে সামনের শীতকালে জ্বালানি সংকট তৈরি হবে বলে উদ্বেগ থাকার পরও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ পরমাণু চুল্লি চালু রাখার মেয়াদ বাড়াতে রাজি হননি।
১৯৯০ দশকের দিকে জার্মানির মোট জ্বালানির শতকরা ৩০ ভাগ আসতো পরমাণু চুল্লি থেকে। সব চুল্লি বন্ধ করে দেওয়ার পর সর্বশেষ যে তিনটি চুল্লি চালু ছিল তাতে গত বছর দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা ৬ ভাগ এই তিনটি চুল্লি থেকে উৎপাদিত হয়েছে।