Logo
Logo
×

আন্তর্জাতিক

লন্ডনে প্রতি ৬ মিনিটে একটি মোবাইল চুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ১০:৫৪ পিএম

লন্ডনে প্রতি ৬ মিনিটে একটি মোবাইল চুরি

ব্রিটেনের রাজধানী লন্ডনে গড়ে প্রতিদিন ২৪৮টি মোবাইল ফোন চুরি হয়। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে। 

এতে আরও জানা যায়, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ মাত্র দুই শতাংশ মোবাইল ফোন উদ্ধারে সক্ষম হচ্ছে। ফলে দিনদিন মোবাইল ফোন চুরির ঘটনা বেড়ে চলছে। ওই পরিসংখ্যানটি দেখেছে বিবিসি। 

এতে দেখা যায়, প্রতিবছর শুধু লন্ডনেই ৯১ হাজারের বেশি মোবাইল ফোন চুরি হয়। অর্থাৎ প্রতি ৬ মিনিটে একটি মোবাইল হারানো যায় শহরটিতে। তবে অনেকেই আছেন মোবাইল ফোন চুরি হলেও পুলিশের কাছে যান না। ফলে মোবাইল ফোন চুরির আসল সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতিবছর ৯১ হাজার মোবাইল ফোন চুরি হলেও লন্ডন পুলিশ গড়ে ১৯১৫টি উদ্ধার করতে পারে। 

বিবিসিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ সমস্যার সমাধান করতে দৈনিক অভিযান পরিচালনা করা হচ্ছে, তবে এটি বন্ধ করা বেশ কঠিন। ব্রিটিশ পুলিশ ওয়াচডগ এইচএমসিআইএফআরএস জানিয়েছে, দৈনিক মোবাইল ফোন চুরির এ বিষয়টি অগ্রহণযোগ্য। লন্ডন পুলিশের কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নির্ধারণে এসব ঘটনা প্রভাব ফেলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম