Logo
Logo
×

আন্তর্জাতিক

‘জীবন্ত মানুষকে’ খেয়ে ফেলল ছারপোকা! 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭ পিএম

‘জীবন্ত মানুষকে’ খেয়ে ফেলল ছারপোকা! 

জেলের ভেতরে জীবন্ত এক কয়েদিকে ছারপোকা খেয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এমন নারকীয় ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টায়। 

ইউএস টুডের বরাতে বিবিসি জানায়, গত ১২ জুন একটি অপকর্মের জন্য লাশন থম্পসন নামে ৩৫ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। সে মানসিকভাবে অসুস্থ থাকায় ফুলটন কাউন্টি জেলের মনোরোগ বিশেষজ্ঞ শাখায় রাখা হয়েছিল।

কিন্তু গ্রেফতারে তিন মাস পরে জানা যায় তার মৃত্যু হয়েছে। ফুলটন কাউন্টি জেলের মেডিকেল রিপোর্ট অনুসারে ১৯ সেপ্টেম্বর থম্পসনকে জেলে মৃত অবস্থায় পাওয়া যায়।

থম্পসনের আইনজীবী মাইকেল ডি হার্পার জানিয়েছেন, জেলের যে সেলের মধ্যে তার মক্কেলকে মৃত অবস্থায় পাওয়া গেছে সেখানকার পরিস্থিতি অস্বাস্থ্যকর। তাকে ছারপোকা আর অন্য কীটপতঙ্গ খেয়ে ফেলেছে। এটা অত্যন্ত অমানবিক ঘটনা। 

আইনজীবীর দাবি তার মক্কেল থম্পসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরও জেলের কর্মকর্তারা চিকিৎসার করানোতো দূরে থাক, তাকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টাও করেননি। তার মৃত্যুর দায় জেল কর্তৃপক্ষকে নিতে হবে। 

পরিবারের দাবি, থম্পসনের শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও জেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।  তারা তার মৃত্যুর অপেক্ষায় ছিল। 

আইনজীবী হার্পার জানিয়েছেন, যেই সেলে থম্পসনকে রাখা হয়েছিল, সেখানে মানুষতো দূরে থাক! কুকুরও থাকতে পারে না। জেলের অবস্থা এতটাই ভয়াবহ। 

থম্পসনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তখন এক জেল কর্মী বলেছিলেন থম্পসনের শরীরে অনেক ছারপোকা রয়েছে, তিনি এসব করতে পারবেন না। এমনকি তাকে সিপিআর পর্যন্ত দেওয়া যায়নি। 

তবে ফুলটন জেল কর্তৃপক্ষ জানিয়েছে, থম্পসনের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু তার শরীরে কিছু ছারপোকার সংক্রমণ ছিল। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

ফুলটন কাউন্টি জেল কর্তপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, লোকবল সংকটের কারণে জেলের কয়েদিদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তারপরও তারা থম্পসনের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখবে। এবং জেলের উকুন ও ছারপোকা মারা জন্য ইতোমধ্যে ৫০০ ইউএস ডলার ব্যয় করেছি। কারাগারের স্যানিটারি অবস্থার সমাধান করার চেষ্টা চলছে। 

গত বছর, সাউদার্ন সেন্টার ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে জানিয়েছে, ফুলটন জেলে অনেক অসুবিধা রয়েছে। সেই সমস্যার সমাধান করা না গেলে ভবিষ্যত পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম