Logo
Logo
×

আন্তর্জাতিক

হঠাৎ উড়ন্ত বিমানের কাচে ফাটল, অতঃপর...

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৪:৩৫ পিএম

হঠাৎ উড়ন্ত বিমানের কাচে ফাটল, অতঃপর...

কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হল হংকংগামী একটি মালবাহী বিমানকে। শনিবার সকালে সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়ার ওই মালবাহী বিমানটির সামনের কাচে চিড় ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওই বিমানটির তড়িঘড়ি অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হয়। বেলা ১২টা নাগাদ সেটি নিরাপদে বিমানবন্দরে নামে।  

শনিবার ৪ জন কর্মীসহ সৌদিয়ার ওই মালবাহী বিমানটি জেদ্দা থেকে হংকংয়ের উদ্দেশে রওনা হয়েছিল। তবে সকালে সেটির সামনের কাচে (উইন্ডশিল্ড) চিড় দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে। 

শনিবার সকাল ১১টা ৩৭ মিনিটে জরুরি ভিত্তিতে সৌদিয়ার বিমানের অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বেলা ১২টা ২ মিনিটে সেটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এর পর বিমানবন্দরে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়।

কয়েকদিন আগেই দিল্লি বিমানবন্দরে তড়িঘড়ি অবতরণ করাতে হয়েছিল দুবাইগামী ফেডএক্স বিমানকে। সে সময় অবশ্য একটি পাখির ধাক্কার কারণে বিমানটিকে দিল্লিতে নামানো হয়েছিল। এর পর বিমানটি খতিয়ে দেখার পর সেটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম