Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্রীতদাসের মতো মার্কিন নীতি অনুসরণ করবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০২:৩৮ পিএম

ক্রীতদাসের মতো মার্কিন নীতি অনুসরণ করবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ছবি; সংগৃহীত

ক্রীতদাসের মতো মার্কিন নীতি অনুসরণ করবে না বলে হুশিয়ারি দিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে ‘এক চীন নীতি’ মেনে চলার পক্ষেও কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বুধবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ম্যাক্রোঁ বলেন, মিত্র হওয়ার অর্থ ক্রীতদাস হয়ে যাওয়া নয়। এর অর্থ এই নয় যে, আমরা নিজেদের মতো করে চিন্তাও করতে পারব না।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, তাইওয়ানে স্থিতিশীলতা চায় ফ্রান্স এবং আমরা পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী।

গত সপ্তাহে বেইজিং সফর করে যাওয়া ম্যাক্রোঁ আরও বলেন, ফ্রান্সসহ ইউরোপের তাইওয়ান নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

গত সপ্তাহে চীন সফর শেষে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, তাইওয়ানের মতো যেসব ইস্যু ইউরোপের নিজস্ব সমস্যা নয়, সেসব ইস্যুতে জড়াতে চায় না এ মহাদেশ।

তিনি তাইওয়ান প্রসঙ্গে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার দ্বন্দ্বে না জড়াতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

ফরাসি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, দুটি পরাশক্তির মধ্যে যখন উত্তেজনা বাড়ছে, তখন আমাদের তাতে জড়ানোর যেমন সময় নেই, তেমনি তাতে অনর্থক অর্থ নষ্ট করারও ইচ্ছে নেই। আর ভৃত্যের মতো মার্কিন নীতি অনুসরণ করার তো প্রশ্নই ওঠে না। 

সূত্র: বিবিসি, ফ্রান্স২৪।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম