ফিলিস্তিনকে সমর্থন জানাতে ইরানের নৌ প্যারেড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৩:০০ পিএম
ইরানের এলিট ফোর্স রেব্যুলেশনারি গার্ডের (আইআরজিসি) নৌ শাখা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে দেশটির উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত নৌ প্যারেড চালাবে।
আগামী বৃহস্পতিবার এ প্যারেড শুরু হবে বলে জানিয়েছেন আইআরজিসির নৌ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি। খবর ইয়েনি সাফাকের।
তিনি বলেন, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে আমরা আছি বর্বর ইসরাইলকে এ কথা বুঝাতে আমরা নৌ প্যারেডের আয়োজন করছি।
আইআরজিসির কমান্ডার আরও বলেন, আমরা ইসরাইলি বর্বরতার নিন্দা জানাই এবং ফিলিস্তিনিদের জবর-দখল করে নেওয়া ভূমি ফিরে পাওয়ার আরোদালনকে সমর্থন করি।
কাস্পিয়ান সাগর থেকে পারশিয়ান সাগর পর্যন্ত এ নৌমহড়ায় ইরানের আড়াই হাজারেরও বেশি জাহাজ অংশ নেবে।