Logo
Logo
×

আন্তর্জাতিক

সেই আপত্তিকর ভিডিওর জন্য ক্ষমা চাইলেন দালাই লামা 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৪:৫৭ পিএম

সেই আপত্তিকর ভিডিওর জন্য ক্ষমা চাইলেন দালাই লামা 

এক শিশুর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা গেছে তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু নোবেল জয়ী দালাই লামাকে। এ সময় তিনি ৫-৬ বছর বয়সী ওই শিশুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এমন প্রস্তাব ও অগ্রাহ্য কাণ্ড ঘটিয়ে এবার ক্ষমা চাইলেন দালাই লামা। এক বিবৃতিতে দালাই লামার দপ্তর জানিয়েছে, তার কথার কারণে আঘাত লাগতে পারে, দালাই লামা ওই শিশু ও তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করতে চান। খবর বিবিসির। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে এই ধর্মগুরুর বিরুদ্ধে। শিশুদের প্রতি যৌন নিগ্রহ বলে দাবি করেছেন অনেকে। একজন লিখেছেন, এটা কী দেখছি আমি? ইনি দালাই লামা? পেডোফিলিয়ার অভিযোগে গ্রেফতার করা উচিত। জঘন্য!’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নোবেল শান্তি পুরস্কার জয়ী আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা জানাতে আসা একটি শিশু সামনে ঝুঁকতেই তার ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন বর্ষীয়ান ধর্মগুরু। তখন শিশুটিকে তিনি জিজ্ঞেস করেন, ‘তুমি কি আমার জিভ চুষে দেবে?’ প্রশ্ন করেই সঙ্গে সঙ্গে জিভ বের করে খুদে ভক্তের দিকে মুখ এগিয়ে দেন ধর্মগুরু, তার জিভ ছোঁয়ারও চেষ্টা করেন। উপস্থিত লোকজনকে তাতে হাসতে শোনা যায়।

জুস্ট ব্রোয়েকারস নামে একজন টুইটারে পোস্ট করেছেন ভিডিওটি। ক্যাপশনে তিনি লিখেছেন, বৌদ্ধ ধর্মের একটি অনুষ্ঠানে একজন ভারতীয় শিশুকে চুম্বন করছেন দালাই লামা, এমনকি তার জিভ স্পর্শ করারও চেষ্টা করছেন।

দালাই লামা তিব্বতি বৌদ্ধদের প্রধান ভিক্ষু এবং ব্যাপক শ্রদ্ধাভাজন অধ্যাত্মিক নেতা। ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। 

এর আগে একাধিকবার বিতর্কিত কাজ কিংবা মন্তব্য করেছেন দালাই লামা। ২০১৯ সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার উত্তরসূরি যদি কোনো মহিলা হন, তাহলে তাকে অবশ্যই অনেক বেশি আকর্ষণীয় হতে হবে। যদিও সেই মন্তব্য নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক ওঠার পর চাপের মুখে ক্ষমাও চেয়েছিলেন নোবেলজয়ী ধর্মগুরু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম