
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ এএম
ইরানি ক্বারির সৌদি আরব জয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৫:২৬ পিএম

ইরানের প্রখ্যাত ক্বারি ইউনুস শাহ মুরাদি। ছবি: আল আরাবিয়া
আরও পড়ুন
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ইরানের প্রখ্যাত ক্বারি ইউনুস শাহ মুরাদি। এই সাফল্যের জন্য তিনি প্রাইজ মানি হিসেবে তিন মিলিয়ন সৌদি রিয়াল বা আট লাখ ডলার পেয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চারজন প্রতিযোগী ছিলেন। এর মধ্যে শাহ মুরাদি সবাইকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন।
এ ছাড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের ক্বারি আব্দুল আজিজ আল-ফাকিহ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মরক্কোর প্রতিযোগী জাকারিয়া আল জিরাক। দ্বিতীয় স্থান অধিকার করায় আব্দুল আজিজ প্রাইজমানি পেয়েছেন ৫ লাখ ডলার।
অপরদিকে আজান প্রতিযোগিতায় শীর্ষ চার স্থান দখল করেছেন যথাক্রমে সৌদি আরব, ইন্দোনেশিয়া, লেবানন এবং ব্রিটেনের প্রতিযোগীরা।
খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে সৌদি আরবের টেলিভিশন। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর ইন্টারটেইনমেন্ট পুরো অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব ছিল।
এবারের কুরআন প্রতিযোগিতা শুরু হয় গত ২৩ মার্চ অর্থাৎ পবিত্র রমজান মাসের প্রথম দিন। সৌদি আরবে পবিত্র রমজান মাসে কুরআন প্রতিযোগিতা খুবই জনপ্রিয় কর্মসূচি। এবারের প্রতিযোগিতায় মোট ৩০ লাখ ডলার প্রাইজ মানি দেওয়া হয়েছে।