ইয়েমেন যুদ্ধ অবসানে সানায় ওমানের প্রতিনিধিদল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৩:৪৫ পিএম
সানায় পৌঁছেছে ওমানের প্রতিনিধি দল। ছবি: তাসনিম নিউজ
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার জন্য ওমানের একটি প্রতিনিধিদল সানায় পৌঁছেছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার বরাত দিয়ে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে ইয়েমেন এবং ওমানের নেতাদের মধ্যে যে সংলাপ চলছে, তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ওমানের প্রতিনিধিদল শনিবার সানায় পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
গতবছর জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে ছয় মাসের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে গত অক্টোবর মাসে এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর বাড়ানো হয়নি।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ওমানের প্রতিনিধিদলের সঙ্গে ইয়েমেনের ন্যাশনাল সেলভেশন সরকারের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালামও সানায় পৌঁছেছেন। তিনি নিজে এ ব্যাপারে টুইটারে একটি বার্তা দিয়েছেন। তবে বিস্তারিত কিছু বলেননি।
আব্দুস সালাম এর আগে বলেছিলেন, সৌদি আগ্রাসনের অবসান ঘটাতে হবে এবং ইয়েমেনের ওপর যত অবরোধ ও নিষেধাজ্ঞা আছে তা সব তুলে নিতে হবে। পাশাপাশি ইয়েমেনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন-ভাতা বকেয়া রয়েছে তা পরিশোধের ব্যবস্থা করার দাবিও জানান তিনি। এ ছাড়া ইয়েমেনের মাটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে বলেও উল্লেখ করেছিলেন তিনি।
এর মধ্যেই খবর বের হয়েছে যে, সৌদি আরব ইয়েমেনে চলমান যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে সৌদি আরব ও ইরান। এর পরই ইয়েমেন যুদ্ধ অবসানের আলোচনায় গতি পায়।