Logo
Logo
×

আন্তর্জাতিক

রুশনিয়ন্ত্রিত দোনেৎস্কে হামলা, নিহত ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৮:১৪ এএম

রুশনিয়ন্ত্রিত দোনেৎস্কে হামলা, নিহত ১

ইউক্রেনের রুশনিয়ন্ত্রিত দোনেৎস্কে ভয়াবহ হামলায় কমপক্ষে একজন নিহত এবং বহু আহত হয়েছেন।

অঞ্চলটির দায়িত্বে থাকা মস্কোপন্থি প্রশাসন এ তথ্য জানিয়েছে। শুক্রবার দোনেৎস্ক ওবলাস্ট এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলুর।  

হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কেটের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দোনেৎস্কের মস্কোপন্থি মেয়র এলেক্সে কুলেমজিনের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানায়, দোনেৎস্কের সিটি সেন্টারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

এ ছাড়া ক্রিটয় মার্কেট, শেভচেনকো ভৌলেভার্ড ও পুশকিন ভৌলেভার্ড এলাকায়ও ইউক্রেনীয় বাহিনী ব্যাপক রকেট হামলা চালায় বলে মেয়র এলেক্সে কুলেমজিন জানান।  

ইউক্রেনের দখল করে নেওয়া ৪টি অঞ্চল গত সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে নিজ ভূখণ্ডের সঙ্গে একীভূত করে রাশিয়া। এর মধ্যে সবচেয়ে বড় অঞ্চলটি হচ্ছে দোনেৎস্ক।

দোনেৎস্ক ছাড়াও লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া দখল করে নিয়েছে রাশিয়া। সেখানে এখন মস্কোপন্থি প্রশাসক নিয়োগ দিয়েছে রাশিয়া।

জাতিসংঘের হিসাব মতে, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৮ হাজার ৪০১ জন বেসামরিক লোক নিহত এবং ১৪ হাজার ২৩ জন আহত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম