Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে মোরগ জবাইয়ের নির্দেশ আদালতের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১১:১৬ এএম

যে কারণে মোরগ জবাইয়ের নির্দেশ আদালতের

কর্কশ ডাকের জন্য মোরগ জবাইয়ের নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার একটি আদালত।  মোরগটিকে শুক্রবারের (আজ) মধ্যে জবাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।  

মোরগটির কর্কশ ডাকাডাকিতে প্রতিবেশীরা শব্দদূষণের অভিযোগ আনলে বুধবার আদালত এ রায় দেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কানোর একটি আদালত এই রায় দিয়েছেন। 

রায়ে বলা হয়েছে, মোরগটির ডাকাডাকিতে প্রতিবেশীরা বিরক্ত হয়ে পড়েছেন। দুই প্রতিবেশীর ঘুমও হারাম করেছে ওই মোরগ। নাইজেরিয়ার অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমসের একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। 

ইউসুফ মাহমুদ নামের এক প্রতিবেশী আদালতকে বলেন, মোরগটির কর্কশ ডাক তার শান্তির ঘুমে বাধা হয়ে দাঁড়িয়েছে। 

মোরগটির মালিক ইয়াসুকু সুয়াইবু আদালতকে জানান, তিনি মোরগটি খ্রিষ্টীয়পর্ব দিবসের অনুষ্ঠানে জবাইয়ের জন্য ক্রয় করেছেন। তিনি মোরগটি জবাইয়ের জন্য আদালতের কাছে শুক্রবার পর্যন্ত সময়ও চান। 

আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট হালিমা ওয়ালি ইয়াসুকু সুয়াইবুর অনুরোধ রেখে এ রায় দেন।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম