Logo
Logo
×

আন্তর্জাতিক

বাখমুতে উড়ল রাশিয়ার পতাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৩:১৩ পিএম

বাখমুতে উড়ল রাশিয়ার পতাকা

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর প্রধান জানিয়েছেন, তার সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের সিটি হলে রাশিয়ার পতাকা উড়িয়েছেন।

রোববার রাতে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, আইনের দৃষ্টিকোণ থেকে বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। শত্রুরা (ইউক্রেনের সেনারা) শহরের পশ্চিম অংশে জড়ো হচ্ছে।

ভিডিওতে প্রিগোজিন জানিয়েছেন, রোববার সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বোমা বিস্ফোরণে রাশিয়ার সামরিক ব্লগার ভ্লাদলিন তাতারস্কির মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে বাখমুতে উড়ানো পতাকায় তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি লেখা হয়েছে। খবর ডেইলি সানের।

তবে ভিডিওটিকে ‘লোকদেখানো’ অভিহিত করে প্রিগোজিনের দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। তাদের সামরিক বাহিনী এখনো বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে পাল্টা দাবি করেছে তারা।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, শত্রুরা বাখমুতে হামলা বন্ধ করেনি। ইউক্রেনের প্রতিরোধকারীরা শত্রুদের বহু হামলা প্রতিরোধ করে সাহসের সঙ্গে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই শহরটির দখল নেওয়ার জন্য রাশিয়া কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম