Logo
Logo
×

আন্তর্জাতিক

আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন অস্ত্র টিটিপির হাতে 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০৬:১১ পিএম

আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন অস্ত্র টিটিপির হাতে 

আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন অস্ত্র পেয়েছে পাকিস্তানের অভ্যন্তরে হামলা পরিচালনাকারী জঙ্গিরা। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সম্প্রচার সংস্থা। 

রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যবেক্ষকরা মনে করেন, মার্কিন অস্ত্রের নাগাল পাওয়ার কারণে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচ সেপারেটিস্ট গ্রুপগুলোর সামরিক সক্ষমতা ব্যাপকহারে বেড়েছে। এ কারণে গত দুই বছরে পাকিস্তানে সহিংসতার হারও বৃদ্ধি পেয়েছে।   

২০২১ সালে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়, তখন আগ্নেয়াস্ত্র, যোগাযোগ সরঞ্জাম এবং সাঁজোয়া যানসহ প্রায় ৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অস্ত্র আফগানিস্তানে ফেলে যায় মার্কিন সেনারা। আর আফগান তালেবানরা এসব অস্ত্র জব্দ করে।

রেডিওটি আরও জানিয়েছে, আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর অনেক মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাকিস্তানে প্রবেশ করেছে।  

সুইডেনভিত্তিক গবেষক আবদুল সাঈদ বলেন, নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীটির হাতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের ভয়ঙ্কর প্রভাব পড়েছে। বিশেষ করে পাকিস্তানের স্বল্প সজ্জিত পুলিশ বাহিনীর উপর। 

সূত্র: দ্য ডন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম