তাইওয়ান প্রণালীতে আবারও চীনের ৯ যুদ্ধবিমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০৫:৪৭ পিএম
তাইওয়ান প্রণালীতে আবারও চীনের ৯ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
চীনের অন্তত ১০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা রেখা অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে তাইপে। সেই সঙ্গে ড্রোনও অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে দ্বীপ রাষ্ট্রটি।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, চীনা বিমানগুলো দ্বীপের কাছ দিয়ে সামরিক কার্যক্রম চালিয়েছে। এটিকে অনুপ্রবেশ বলে অভিহিত করেছে স্বায়ত্তশাসিত অঞ্চলটি।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার মধ্যে একটি ড্রোন ও ৯টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা রেখা অনুপ্রবেশ করে। এ সময় চীনা বিমানগুলোকে সতর্কবার্তা দিতে পাল্টা যুদ্ধবিমান পাঠায় তাইওয়ান।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমন পরিস্থিতি নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের এমন কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি।
প্রসঙ্গত, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ই ওয়েন যখন ১০ দিনের জন্য মধ্য আমেরিকা সফর করছেন তখন তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল চীনা যুদ্ধবিমান ও ড্রোন।
তাইওয়ান নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। আর চীন দাবি করছে, অঞ্চলটি চীনের মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত। তাইপের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে অনেক দিন ধরেই উত্তেজনা চলছে। সেই উত্তেজনার পালে হাওয়া লাগে যখন গত বছর অঞ্চলটি সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি।