Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে সংখ্যালঘুদের ২৭ বিলিয়ন রুপি সমমূল্যের সম্পদ পুনরুদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১১:১৪ এএম

পাকিস্তানে সংখ্যালঘুদের ২৭ বিলিয়ন রুপি সমমূল্যের সম্পদ পুনরুদ্ধার

পাকিস্তানে অবৈধভাবে দখল হওয়া সংখ্যালঘুদের প্রায় ২৭ মিলিয়ন রুপি সমমূল্যের সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে।

দেশটির সংখ্যালঘু অধিকার কমিশনের প্রধান শোয়াইব শাদাল মঙ্গলবার সুপ্রিমকোর্টকে বিষয়টি অবহিত করেছেন বলে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে। 

ইতিপূর্বে বিচারপতি ইজাজুল হকের নেতৃত্বে সংখ্যালঘুদের সম্পদ রক্ষায় স্বপ্রণোদিতভাবে দায়েরকৃত মামলায় একটি বেঞ্চ গঠন করা হয়। 

ওই বেঞ্চকে সংখ্যালঘু অধিকার কমিশনের প্রধান আরও বলেন, সংখ্যালঘুদের সম্পদের পরিমাণের স্পষ্ট বিবরণ থাকা সত্ত্বেও প্রাদেশিক সরকার ও তাদের পুলিশ বাহিনী কোনো সহযোগিতা করেনি। এ ব্যাপারে প্রাদেশিক সরকারকে সরাসরি আদেশ প্রদান করার অনুরোধ করেন তিনি। 

তিনি আরও বলেন, সংখ্যালঘুদের অধিকার সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে তিনি কোর্টকে সব কিছু অবহিত করেছেন। পরে বিচারপতি ইজাজুল হক বলেন, কোর্ট পরবর্তী শুনানিতে বিবাদী পক্ষের কথাও শুনবেন। 

এভাক্যু ট্রাস্ট প্রোপার্টি বোর্ডের (ইটিপিবি) আইনজীবী হাফিজ আহসান বলেন, ইটিপিবির অনেক সম্পদ অবৈধভাবে দখলকৃত ছিল, যা ইতিপূর্বে বহু চেষ্টার পরও উদ্ধার করা সম্ভব হয়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম