আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণে নিহত ৬। ছবি: আল জাজিরা
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আফগান সরকারের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তাদের বাহিনী হামলাকারীকে লক্ষ্যবস্তু করেছিল, কিন্তু সে যে বিস্ফোরক বহন করেছিল তা বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর সোমবার টুইট করে বলেছেন, বিস্ফোরণে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়েছিল। কিন্তু তাকে হত্যা করা হলেও তার কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।
জাদরান আরও জানান, আহতদের মধ্যে তালেবান নিরাপত্তা বাহিনীর অন্তত তিন সদস্য রয়েছেন।