Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৩:০৬ পিএম

ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হয়েছেন পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

সোমবার তার সাতটি মামলায় গ্রেফতার পূর্ব জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এসব মামলায় জামিন নিতে লাহোর থেকে 
ইসলামাবাদ যান পিটিআই প্রধান।  

রাজধানীতে তার শেষ সফরের সময় বিচারিক কমপ্লেক্সে ভাঙচুরের পরে তার বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়েছেন ইমরান খান। 

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইসলামাবাদের রমনা, সিটিডি এবং গোলরা থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রোববার লাহোরের মিনার-ই-পাকিস্তান এলাকায় এক সমাবেশ থেকে দেশকে সংকট থেকে উদ্ধারে  ১০ দফা পরিকল্পনার কথা জানিয়েছেন ইমরান খান। 

দেশকে সংকট থেকে উদ্ধারে ১০ দফা পরিকল্পনা ঘোষণা করে তিনি বলেন, এই পরিকল্পনা পাকিস্তানকে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রবাসী পাকিস্তানিদের সরাসরি পাকিস্তানে বিনিয়োগে অনুপ্রাণিত করতে হবে। এটা হলে বারবার আইএমএফের দ্বারস্থ হতে হবে না।

গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) প্রধান ইমরান খান। এরপর তিনি বেশ কয়েকটি মামলার আসামি হন।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম