Logo
Logo
×

আন্তর্জাতিক

২০২৪’র নির্বাচনে হবে চূড়ান্ত লড়াই: ট্রাম্প

টেক্সাসে প্রথম নির্বাচনি সমাবেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০১:৫৪ পিএম

২০২৪’র নির্বাচনে হবে চূড়ান্ত লড়াই: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম জনসভা করেছেন টেক্সাসে।

এতে তিনি বলেছেন, আগামী নির্বাচন হবে চূড়ান্ত লড়াই এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আছে তিনি তা কাটিয়ে উঠবেন। খবর দ্যা ইন্ডিপেনডেন্টের।

টেক্সাসের ওয়াকা সিটিতে শনিবার এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৫ হাজারের বেশি ট্রাম্প সমর্থক জড়ো হন।

নির্বাচনী জনসভায় বক্তৃতা করার সময় ট্রাম্প ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক সরকারের কঠোর সমালোচনা করেন এবং ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গায় যে সব ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের প্রশংসা করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০২৪ সালের নির্বাচন হচ্ছে চূড়ান্ত লড়াই, এসময় একটা বড় কিছু হতে যাচ্ছে। আপনারা আমাকে হোয়াইট হাউজ থেকে দূরে রেখেছেন কিন্তু এর অবসান ঘটানো হবে।

আমেরিকা এবং এর জনগণ আবারও স্বাধীন হবে বলে ওই নির্বাচনি সভায় মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম