Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ডাইনি’ অপবাদ দিয়ে দম্পতিকে পিটিয়ে হত্যা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৯:৫৯ এএম

‘ডাইনি’ অপবাদ দিয়ে দম্পতিকে পিটিয়ে হত্যা!

‘ডাইনি’ অপবাদ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক দম্পতিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামের মোড়ল এবং তার সহযোগীরা।

শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের আমোদপুরের ভ্রমরকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোয়াপাড়া গ্রামে। নিহতরা হলেন- পাণ্ডু হেমব্রম এবং পার্বতী হেমব্রম।

গ্রামবাসীদের অভিযোগ, শনিবার সকালে গ্রামের মোড়ল তার দলবল নিয়ে পাণ্ডু ও পার্বতীর বাড়ির কাছে আসেন। তার পর তাদের বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

নিহতদের স্বজনরা জানিয়েছেন, নোয়াপাড়া গ্রামের মোড়ল রুবাই বেসরা ও আশপাশের আদিবাসী গ্রামের বেশ কিছু মানুষ মনে করেছিলেন, পাণ্ডু এবং তার স্ত্রী পার্বতী ডাইনিবিদ্যা জানেন এবং ওই বিদ্যা চর্চা করেন।

ডাইনি অপবাদ দিয়ে ওই দম্পতির ওপর চড়াও হন সবাই। শনিবার সকালে তাদের এমন মারধর করা হয় যে, দু’জনেই প্রাণ হারান।

হাসপাতাল থেকে দম্পতির মৃতদেহ গ্রামে নিয়ে এলে শনিবার রাতে তা ঘিরে বিক্ষোভ করেন স্বজন এবং গ্রামবাসীরা।

এ সময় তারা মৃতদেহ সৎকারে বাধা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। অভিযুক্ত মোড়লকে তারা আটক করে থানায় নিয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তকে গ্রেফতার দেখাবে বলে জানিয়েছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম