Logo
Logo
×

আন্তর্জাতিক

এক দশক পর সৌদি-সিরিয়া সম্পর্কের নতুন যাত্রা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০১:৫৪ পিএম

এক দশক পর সৌদি-সিরিয়া সম্পর্কের নতুন যাত্রা

এ মাসের শুরুর দিকে চীনের মধ্যস্থতায় সাত বছর পর ইরান ও সৌদি আরবের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।

এর পরই বদলাতে থাকে মধ্যপ্রাচ্যের চিত্র। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, তারা এখন সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঝালাই করতে যাচ্ছে। খবর এনডিটিভির।

গত প্রায় এক দশক ধরে সিরিয়ার সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ বন্ধ ছিল। দুই দেশ আবারও তাদের বন্ধ দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে।  

চীনের মধ্যস্থতায় হঠাৎ করেই পাল্টে গেল মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি। নিজেদের মধ্যকার বৈরিতা ভুলে আবারও একসঙ্গে পথচলার ইচ্ছা প্রকাশ করছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আল-আখবরিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, খুব শিগগির আমরা সিরিয়ায় আমাদের দূতাবাস চালু করছি। সিরিয়াও রিয়াদে তাদের দূতাবাস চালু করতে যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম