Logo
Logo
×

আন্তর্জাতিক

নির্বাচনের আগে অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা এরদোগানের 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১০:২৭ পিএম

নির্বাচনের আগে অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা এরদোগানের 

দুই দশক ধরে তুরস্কের সর্বোচ্চ ক্ষমতায় এরদোগান। দেশটিতে আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। 

তুরস্কের বিরোধী জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে রিসেপ তাইয়েপ এরদোগানই ফের ক্ষমতায় বসার সম্ভাবনা বেশি। 

তবে দেশটির সাম্প্রতিক ভূমিকম্প দেশটির অর্থনীতেতে সামান্য হলেও আঘাত হেনেছে। অন্যদিকে ভয়াবহ আকারের মুদ্রাস্ফীতির কারণে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। এমন অর্থনৈতিক অবস্থাকে নির্বাচনের আগেই ফের চাঙা করার চেষ্টায় আছেন এরদোগান। 

ব্রাসেলসে এক সম্মেলনে দেওয়া বক্তব্যে এরদোগান জানিয়েছেন, গত মাসের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের আনুমানিক ১০ হাজার ৪০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। 

আগামী বছরের মধ্যে ৩ লাখ ১৯ হাজার বাড়িঘর পুনর্নির্মাণের লক্ষ্য ঠিক করেছে তার সরকার। 

ইউএনডিপি বলছে, ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণে তুরস্ককে অন্তত ১০ হাজার ৩৬০ কোটি ডলার বা ২০২৩-এর প্রাক্কলিত জিডিপির ৯ শতাংশ জোগাড় করতে হবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে সুদের হার কমানোর কথা ভাবছে এরদোগান সরকার। 


সূত্র: জিও নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম