Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে অমৃতপাল সিংকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:৪৯ পিএম

যে কারণে অমৃতপাল সিংকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

ভারতের পাঞ্জাবে খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংকে আটক করার জন্য জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

গত শনিবার পাঞ্জাব রাজ্যের জলন্ধরের কাছে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও অধরা খালিস্তানপন্থি এই নেতা। এই শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার খোঁজে রাজ্যজুড়ে জোর তল্লাশি চালাচ্ছে পাঞ্জাব পুলিশ। হাজার হাজার পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে।

বিবিসি জানায়, ব্যাপক অনুসন্ধান চালিয়ে গত শনিবার থেকে অমৃতপালের ১০০’র বেশি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তবুও তার হদিস মিলছে না।

এদিকে ৮০ হাজার সদস্যের বিশাল বাহিনী নিয়েও পাঞ্জাব পুলিশ কেন এখনও অমৃতপাল সিংকে ধরতে পারছে না, সেই প্রশ্নেও মঙ্গলবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সরকারের কড়া সমালোচনা করেছে।

ফলে দেশের ভেতরে যেমন, তেমনি বাইরেও অমৃতপাল সিংকে আটক করার অভিযানের জেরে ভারতকে তীব্র অস্বস্তির মুখে পড়তে হচ্ছে।

‘ওয়ারিস দা পাঞ্জাব’ গোষ্ঠীর প্রধান অমৃতপাল সিংয়ের খোঁজে পাঞ্জাব তো বটেই, হরিয়ানা ও হিমাচল প্রদেশসহ আশেপাশের রাজ্যগুলোতেও অভিযান চলছে, পাশাপাশি গোটা এলাকাতেই মোবাইল ইন্টারনেট পরিষেবা ও এমন কী এসএমএস সার্ভিস পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

৩০ বছর বয়সী অমৃতপাল সিং শিখদের জন্য একটি পৃথক মাতৃভূমির দাবিতে খালিস্তানি আন্দোলনের একজন কড়া সমর্থক।

তার গাড়িবহরকে পুলিশ গত শনিবার বিকালে জলন্ধরের কাছে শাহকোটে আটকেছিল, কিন্তু একপাশে গ্রামের সরু রাস্তা দিয়ে তিনি গা ঢাকা দেন। এখনও পুলিশ তাকে ধরতে পারেনি।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম