Logo
Logo
×

আন্তর্জাতিক

আন্তর্জাতিক সংহতির কথা কখনই ভুলবে না তুরস্ক: এরদোগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০১:১২ পিএম

আন্তর্জাতিক সংহতির কথা কখনই ভুলবে না তুরস্ক: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: আনাদোলু

ভয়াবহ ভূমিকম্পের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যে সংহতি দেখিয়েছে, তুরস্ক তা কখনই ভুলবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আনাদোলু জানিয়েছে, তুর্কি নেতা সোমবার বলেছেন, আঙ্কারার এই কঠিন সময়ে আমাদের সকল বন্ধু, ইউরোপীয় ইউনিয়নের সকল প্রতিষ্ঠান, সদস্য ও প্রার্থী দেশ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যে সংহতি প্রদর্শন করেছে, তা আমরা কখনই ভুলব না।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। এতে উভয়দেশে প্রায় ৬০ হাজার লোকের প্রাণহানি ঘটেছে। শুধু তুরস্কে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি প্রদেশ। বিধ্বস্ত হয়েছে দুই লক্ষাধিক ভবন। বিগত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দুর্যোগ।

তুর্কি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কমিশন এবং ইইউ কাউন্সিলের সুইডিশ প্রেসিডেন্সি আয়োজিত আন্তর্জাতিক দাতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন এরদোগান। দক্ষিণ তুরস্কে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়।
 
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক কতটা সুগঠিত, তার আরেকটি উদাহরণ এই সম্মেলন।

তুর্কি নেতা বলেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের আনুমানিক খরচ প্রায় ১০ হাজার ৪০০ কোটি ডলার, একক কোনো জাতির পক্ষে এই মাত্রার সংকট মোকাবেলা করা সম্ভব নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম