Logo
Logo
×

আন্তর্জাতিক

 ‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেন-রাশিয়াকে শান্তি আলোচনা শুরুর আহ্বান চীনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৫:২২ পিএম

 ‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেন-রাশিয়াকে শান্তি আলোচনা শুরুর আহ্বান চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গং কিয়েভ ও মস্কোকে ‘যত দ্রুত সম্ভব’ পুনরায় শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, বেইজিং আশঙ্কা করছে- সংঘাত বাড়তে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর এএফপির।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাকে বলেন, বেইজিং আশা করে যে- সব পক্ষ শান্ত থাকবে ও সংযম পালন করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা আবার শুরু করে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসবে।

তিনি আরও বলেন, চীন আশা করে, ইউক্রেন ও রাশিয়া সংলাপ এবং সমঝোতার আশা ধরে রাখবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম