Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার সিউল-টোকিওকে বার্তা দিল পিয়ংইয়ং

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১২:২৯ পিএম

এবার সিউল-টোকিওকে বার্তা দিল পিয়ংইয়ং

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ছবি: আল জাজিরা

উত্তর কোরিয়া এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছুড়েছে। এর মাধ্যমে জাপান ও দক্ষিণ কোরিয়াকে বার্তা দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। কারণ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের জাপান সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে ক্ষেপণাস্ত্রটি ছুড়ল উত্তর কোরিয়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া জাপানের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ আজ বৃহস্পতিবার সকালে বলেছেন, স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। সম্ভবত এটি নিষিদ্ধঘোষিত আইসিবিএম।

এক বিবৃতিতে সিউল জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমা দিয়ে ঘণ্টাব্যাপী এক হাজার কিলোমিটার উড়েছে। এর পর সেটি জাপান ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী জলসীমায় পতিত হয়।

খবরে বলা হয়েছে, দীর্ঘ ১২ বছর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে শীর্ষ বৈঠক করতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বিষয়টিকে নিজের জন্য উদ্বেগের মনে করছে উত্তর কোরিয়া।

এদিকে বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে গত এক সপ্তাহে অন্তত চারবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। যদিও আগেরগুলো ছিল স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র। কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রেক্ষাপটে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। ওয়াশিংটন ও সিউলের মধ্যে ২০১৮ সালের পর সবচেয়ে বড় এই যৌথ মহড়াকে আগ্রাসনের রিহার্সেল (পূর্বপ্রস্তুতি) হিসেবে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার উত্তরের ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রেক্ষাপটে টোকিও সফরের আগে জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন দক্ষিণের প্রেসিডেন্ট। এ সময় তিনি চলমান যৌথ মহড়া অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, উত্তর কোরিয়াকে তার উস্কানির জন্য চড়া মূল্য দিতে হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম