রুশপন্থিরা নর্ড স্ট্রিমে হামলা করেছে, এটি বাজে কথা: পুতিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০২:৩৪ পিএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
ইউক্রেনের রুশপন্থি একটি সশস্ত্র গ্রুপ নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংস করেছে বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা যে দাবি করেছেন, তাকে বাজে কথা বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, পাইপলাইনে বিস্ফোরণ খুব সম্ভবত ইউক্রেন বা রাশিয়ার নাগরিকরা কিংবা উভয় দেশের নাগরিকদের সমন্বয়ে ঘটানো হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদেন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেন, এই দাবি যে সম্পূর্ণ ভ্রান্ত সে ব্যাপারে আমি নিশ্চিত। সাগরের এত গভীরে এত শক্তিশালী বিস্ফোরণ শুধু বিশেষজ্ঞরাই চালাতে পারে এবং এ কাজে একটি দেশের গোটা শক্তির পৃষ্ঠপোষকতা নেওয়া হয়েছে।
নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ সম্পর্কে পুতিন ক্রেমলিনের আগের অবস্থান সমর্থন করে বলেন, সাগরের গভীর তলদেশে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর সামর্থ্য কেবল মার্কিন সরকারের রয়েছে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, গত বছর কোনো রাষ্ট্রের পক্ষ থেকেই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালানো হয়েছিল, ইউক্রেনপন্থি কোনো সশস্ত্র গোষ্ঠী হামলাটি চালায়নি।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া রাশিয়ার দুটি পাইপলাইনে কয়েক দফা বিস্ফোরণ ঘটে। এতে পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়।