Logo
Logo
×

আন্তর্জাতিক

শি জিনপিং ও জেলেনস্কির ভার্চুয়াল বৈঠক অনিশ্চিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৮:৩০ পিএম

শি জিনপিং ও জেলেনস্কির ভার্চুয়াল বৈঠক অনিশ্চিত

আগামী সপ্তাহে মস্কো সফরের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঘনিষ্টজনের বরাত দিয়ে এ খবর প্রচার করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তবে সিএনএন বলছে, এ বৈঠক অনিশ্চিত। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে- ইউক্রেন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বৈঠকের কথা অস্বীকার করেছে।

এ বৈঠকের বিষয়ে জানতে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ে যোগাযোগ করেছে সিএনএন। তবে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা বা মন্তব্য করেনি ইউক্রেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিনও এ বৈঠকের ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি। 

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ বিষয়ে বলেন, বাইডেন সরকার বরাবরই এ ধরনের বৈঠককে উৎসাহ দেয়। তবে এ বৈঠক হবে কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। 

আগামী সপ্তাহে শি জিনপিং রাশিয়ায় সফর করবেন কিনা এ ব্যাপারে কোনো কিছু জানাতে অস্বীকৃতি প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

প্রসঙ্গত, কয়েক দিন আগেই ইউক্রেনে সফর করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার রাশিয়ায় সফর করতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, আগামী সপ্তাহে মস্কো সফরের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

বাখমুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করার কথা ভাবছে চীন। এমন অবস্থায় শি জিনপিংয়ের রাশিয়া সফর নিয়ে কৌতূহল জেগেছে। 

এর আগে রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে শান্তি প্রস্তাব দিয়েছিল চীন। তবে তা প্রত্যাখ্যান করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো; কিন্তু চীনের আনীত এ শান্তি প্রস্তাব বিবেচনা করার কথা জানিয়েছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের রাশিয়া সফরের উদ্দেশ্য নিয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে ক্রেমলিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম