Logo
Logo
×

আন্তর্জাতিক

লন্ডনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ মিছিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৯:৫৯ এএম

লন্ডনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ মিছিল

যুক্তরাজ্য থেকে রাজতন্ত্র বিলুপ্তির দাবিতে লন্ডনে সোমবার বিক্ষোভ মিছিল হয়েছে।

রিপাবলিক দল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কমনওয়েলথ দিবস উপলক্ষ্যে সোমবার ওয়েস্টমিনস্টার হলের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর আনাদোলুর।

১৯৭৭ সাল থেকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালিত হয়ে আসছে। এ সময় তারা 'রাজতন্ত্র মানি না', 'রাজতন্ত্র নিপাত যাক', 'রাজপরিবার বর্ণবাদী' ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে রাজতন্ত্রবিরোধী স্লোগান দেন।
   
বিক্ষোভের আয়োজক রিপাবলিক দলের নেতা গ্রাহাম স্মিথ বলেন, আমরা ব্রিটেনকে গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই।

আমরা একটি আধুনিক, মুক্ত গণতন্ত্রচর্চার দেশ হিসেবে ব্রিটেনকে দেখতে চাই, যেখানে আইন সবার কাছে সমান হবে।

গ্রাহাম স্মিথ আরও বলেন, রাজতন্ত্র আমাদের দেশের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং প্রাচীনপ্রথা এখনো চালু রেখেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম