Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরানের পোস্ট করা ভিডিও দেখে কাঁদলেন অভিনেত্রী সানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০১:১৮ পিএম

ইমরানের পোস্ট করা ভিডিও দেখে কাঁদলেন অভিনেত্রী সানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের পোস্ট করা মর্মস্পর্শী ভিডিও দেখে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন দেশটির খ্যাতনামা অভিনেত্রী সানা জাভেদ।

লাহোরে গত বুধবার জারি করা ১৪৪ ধারা ভেঙে পিটিআই নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের হামলায় আলি বিলাল ওরফে জিল্লে শাহ নামে এক কর্মী নিহত হন। খবর জিও নিউজের।

মৃত্যুর আগে ওই পিটিআই কর্মী ইমরান খানের ছবিতে চুমু খেয়ে বলেন, আমার নেতার জন্য জীবন দিতে প্রস্তুত আছি।

ইমরান খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার ওই নিহত কর্মীর হৃদয়স্পর্শী ভিডিও আপ করেন। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, তার দেহে ২৬টি আঘাতের চিহ্ন ছিল। এতে স্পষ্ট হয়, পুলিশি নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।

কয়েক ঘণ্টার মধ্যেই ওই পোস্টে ১ লাখ ৬০ হাজার লাইক পড়ে। এ মধ্যে অনেক সেলিব্রিটিও রয়েছেন। এই ভিডিও দেখে অনেকের মতো অভিনেত্রী সানা জাভেদও তার চোখের পানি ধরে রাখতে পারেননি।

উল্লেখ্য, তোষাখানা মামলার ঘটনায় পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য যে কোনো নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলে লাহোরে গত মঙ্গলবার ১৪৪ ধারা জারি করে পুলিশ।

বুধবার তা অমান্য করে পিটিআই নেতাকর্মীরা জমায়েত হলে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। ইমরান সমর্থকদের ইট-পাথরের ‘জবাবে’ পুলিশ ব্যবহার করে লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস।  

শনিবার রাতে পাঞ্জাব রাজ্য সরকারও লাহোরে যে কোনো সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম