মলদোভা ‘অস্থিতিশীল’ করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১০:২০ এএম
ছবি: সংগৃহীত
প্রতিবেশী রাষ্ট্র মলদোভাকে ‘অস্থিতিশীল’ করার চেষ্টা করছে রাশিয়া। এমনকি দেশটিতে ‘রাশিয়ার অনুগত’ সরকার বসাতে চায় মস্কো। এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার রাশিয়াকে মলদোভার অস্থিতিশীল করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
সিএনএন এক প্রতিবদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বিশ্বাস মলদোভায় বিক্ষোভ উসকে দেওয়ার চেষ্টা করছেন রুশ গোয়েন্দাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে রুশপন্থি সরকার বসানোই মস্কোর মূল লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাস মলদোভার সরকারকে দুর্বল করতে কাজ করছে রাশিয়া। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে মলদোভা।
তিনি আরও বলেন, রুশ সরকারের সঙ্গে সম্পৃক্ত অ্যাক্টরা মলদোভায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রশিক্ষণ দিতে পারে বলে ইঙ্গিত পেয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মলদোভার রাজধানী চিসিনাউয়ে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এ বিক্ষোভের মূল আয়োজক হচ্ছে মলদোভার রুশপন্থি শোর পার্টি।