যেভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন পুতিন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১০:৩৬ পিএম
![যেভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন পুতিন](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/03/09/image-652893-1678379779.jpg)
প্রতিবছর মার্চের ৮ তারিখ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানধিকার নিশ্চিত করতে দিবসটি উদযাপিত হয়।
এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পালন করলেন আন্তর্জাতিক নারী দিবস। এদিন ইউক্রেন যুদ্ধে যেসব নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। খবর দ্য মস্কো টাইমসের।
নারী দিবস উপলক্ষ্যে মস্কোর একটি হলরুমে নারীদের উদ্দেশ্যে ভাষণ দেন পুতিন। তিনি বলেন, রাশিয়া এখন সরাসরি হুমকির মধ্যে আছে। যারা এই হলরুমে আছেন, রাশিয়ার নিরাপত্তা রক্ষায় ভূমিকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইউক্রেন যুদ্ধে চিকিৎসক, সেনা সদস্যসহ বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করছেন হাজারো রুশ নারী। বেশ কয়েকজন নারীকে বিশেষ ভূমিকার জন্য অ্যাওয়ার্ডও প্রদান করেন পুতিন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাধারণ ছুটি পালিত হয় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অনেক দেশে।
এদিকে এক ভিডিওবার্তায় ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণকারী নারীদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, আজকের দিনে নারীদের ধন্যবাদ জানানো খুবই জরুরি। ইউক্রেনযুদ্ধে লড়াই করা সব নারীদের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা।