Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে মুহুর্মুহু রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১১ 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম

ইউক্রেনে মুহুর্মুহু রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১১ 

ইউক্রেনের বিভিন্ন শহরে বুধবার মধ্যরাতের পর ও বৃহস্পতিবার সকালে অন্তত ৮১টি ক্ষেপনাস্ত্র হামলা করেছে রাশিয়া। এতে ইউক্রেনের বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে। 

ইউক্রেনের স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাশিয়ার এই হামলায় নিহত হয়েছে অন্তত ১১ জন। আর আহত হয়েছে ২২ ইউক্রেনীয়। খবর সিএনএনের।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, দেশটির খারকিভ, খেরসন, দিনিপ্রো, ওডেসাশহ বেশ কয়েকটি শহরে একযোগে এ হামলা চালায় রাশিয়া।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুজনি জানিয়েছেন, মোট ৮১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। একই সঙ্গে আটটি শাহেদ ড্রোন হামলা করা হয়েছে। এর মধ্যে ৩৪টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন ভূপাতিত করতে পেরেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে গত কয়েক মাস ধরে ইউক্রেনের বাখমুত শহর দখলের চেষ্টা করছে রাশিয়ার সেনাবাহিনী। আর দুর্গের মতো তা রক্ষার চেষ্টা করেছে ইউক্রেন। এর আগেও একবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, বাখমুত রক্ষায় আমরণ যুদ্ধ চালিয়ে যাবে ইউক্রেনের সেনারা। তবে এবার হয়তো হার মানলো ইউক্রেনের সেনারা। 

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, বাখমুত থেকে সেনা সরিয়ে অন্য কোথাও মোতায়েন করা হবে। 

জেলেনস্কি বলেন, বাখমুত দখল করতে পারলে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহরগুলোতে কোনো বাধা ছাড়াই ঢুকে পড়তে পারবে রুশ বাহিনী। তাই বাখমুত দখলের শঙ্কা দেখা দেওয়ামাত্রই অন্য শহরগুলোতে দ্রুত সেনা স্থানান্তর করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম