Logo
Logo
×

আন্তর্জাতিক

পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৭:৫৩ এএম

পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের সভা ঘিরে অশান্ত হয়ে উঠল লাহোর।

প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার পিটিআই নেতাকর্মীরা জমায়েত হওয়ায় সক্রিয় হয় পুলিশ। দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। ইমরান সমর্থকদের ইট-পাথরের ‘জবাবে’ পুলিশ ব্যবহার করে লাঠি, জলকামান এবং কাঁদানে গ্যাস।

পিটিআই নেতাকর্মীরা দাবি করছেন, পুলিশের হামলায় লাহোরে তাদের এক কর্মী প্রাণ হারিয়েছেন।খবর দ্যা ডনের।

পিটিআইয়ের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে পুলিশ। প্রসঙ্গত, তোষাখানা মামলায় (প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া বিদেশি উপহার আইন ভেঙে নিজের কাছে রাখা এবং বিক্রি করা) অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করতে দু’দিন আগেই লাহোরের জামান পার্কে তার বাড়িতে গিয়েছিল পুলিশ।

কিন্তু সাবেক ক্রিকেট অধিনায়কের দেখা না পেয়ে ফিরে আসে। সে সময় থেকেই তার ঘরের সামনে লাগাতার অবস্থান করছেন পিটিআই নেতাকর্মীরা।

‘অজ্ঞাতবাসে’ থাকাকালীনই বুধবার পঞ্জাবের রাজধানী শহরে সমাবেশের ডাক দিয়েছিলেন ইমরান। তোষাখানা মামলার ঘটনায় পাক নির্বাচন কমিশন ৫ বছরের জন্য যে কোনও নির্বাচনে ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। তারই প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কিন্তু মঙ্গলবার লাহোর পুলিশ সমাবেশ ‘নিষিদ্ধ’ ঘোষণা করে। শহর জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। পিটিআই সমর্থকেরা তা অমান্য করাতেই বাধে অশান্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম