Logo
Logo
×

আন্তর্জাতিক

বিহারে সেনা মহড়ার শেলে ৩ গ্রামবাসী নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৩:৩৫ এএম

বিহারে সেনা মহড়ার শেলে ৩ গ্রামবাসী নিহত

ভারতের বিহারে সেনাবাহিনীর মহড়া চলাকালে তিন বেসামরিক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও কয়েকজন।

বিহারের গয়া জেলায় সেনা অনুশীলনের সময় একটি মর্টার শেল ছিটকে ফায়ারিং রেঞ্জ পেরিয়ে পাশের গ্রামে গিয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।খবর এনডিটিভির।

বুধবার সকালে গয়ার বারাচাট্টি থানার অন্তর্গত গুলারভেদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সেখানে কামানের গোলা ছোড়ার অনুশীলন করছিলেন সেনা সদস্যরা।

আচমকাই ১টি মর্টার শেল ছাউনি পেরিয়ে গ্রামের দিকে পড়ে। এ সময় মাঠে কাজ করছিলেন অনেকে। মাঠেই গোলাটি গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর গুরুতর অবস্থায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা ৩ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

গয়ার পুলিশ সুপার আশিস ভারতী জানিয়েছেন, বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আর আহত তিনজনের মধ্যে ২ নারীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করছে বলে জানান পুলিশ সুপার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম