
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ১০:০৪ এএম
বাখমুতে বিশ্বাসঘাতকতা করছে রাশিয়া: ওয়াগনার প্রধান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৯:৩৬ পিএম

আরও পড়ুন
বাখমুত শহর দখলে ইউক্রেনের বিপক্ষে রাশিয়ার হয়ে লড়াই করছে ওয়াগনার গ্রুপ। তবে ওয়াগনার সেনাদলকে পর্যাপ্ত গোলাবারুদ পাঠাচ্ছে না মস্কো, এমন অভিযোগ এনেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।
রোববার একটি ভিডিও বার্তায় প্রিগোজিন বলেন, গোলাবারুদের অভাব রয়েছে। হতে পারে এটি আমলাতান্ত্রিক ব্যাপার অথবা বিশ্বাসঘাতকতা।
তিনি আরও বলেন, যদি ওয়াগনারকে বাখমুত থেকে পিছু হটতে হয় তবে পুরো ফ্রন্টটি ভেঙে পড়বে, যা রুশ স্বার্থ রক্ষাকারী সামরিক বাহিনীর জন্য মোটেও অনুকূল পরিস্থিতি তৈরি করবে না।
ইউক্রন যুদ্ধে হাজার হাজার সেনা পাঠিয়েছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। এদের মধ্যে অনেককে সরাসরি কারাগার থেকে পাঠানো হয়েছে।
শনিবার বাখমুত শহরের ডেপুটি মেয়র আলেক্সান্ডার মার্চেঙ্কো জানান, এখনও শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। পথে তুমুল যুদ্ধ চলছে।